ভোলা জেলা ছাত্রদলের সভাপতিকে হত্যার প্রতিবাদে কক্সবাজার জেলা ছাত্রদলের মশাল মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২৯ পিএম, ৩ আগস্ট,
বুধবার,২০২২ | আপডেট: ১০:৫১ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
আজ বুধবার কক্সবাজার শহরের প্রধান সড়কে ভোলায় পুলিশের গুলিতে নিহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম কে হত্যার প্রতিবাদে কক্সবাজার জেলা ছাত্রদলের উদ্যােগে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাইফুর রহমান নয়ন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুল আলম মিজান, কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ফারুক আজম, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এম রাশেদুল করিম রাশেদ, কক্সবাজার শহর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মিনারুল কবির আল আমিন। এসময় জেলা ছাত্রদলের বক্তারা নিহত নুরে আলমের আত্মার মাগফেরাত কামনা করেন। সরকার এবং সরকারের বাহিনীকে কঠোর হুশিয়ারি দেন, এবার ছাত্রদল আর বরদাস্ত করবে না পাল্টা প্রতিশোধের হুশিয়ারি দেন।
এছাড়াও উক্ত মশাল মিছিলে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা ছাত্রদল নেতা সাইফ রিয়াজ, আবদুর রহমান বাবু, কক্সবাজার শহর ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, রামু উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সানাউল্লাহ সেলিম, কক্সবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রুবেল মিয়া, সিটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান সাগর, শহর ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক, সদর ছাত্রদলের সদস্য সচিব নাজমুল শাহেদ, সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব সাখাওয়াত ওসমান, সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব কাউসার হাবিব ত্বকি সহ কক্সবাজার জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা।