ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক এবং সদস্য সচিব এর নিন্দা ও শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২৪ পিএম, ৩ আগস্ট,
বুধবার,২০২২ | আপডেট: ১২:৫৩ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
সারাদেশে নজীরবিহীন লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে গত ৩১ জুলাই ২০২২ দেশব্যাপী জেলায় জেলায় বিএনপি'র কেন্দ্র ঘোষিত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে ভোলা জেলায় শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ বেপরোয়া গুলিবর্ষণ করে। এতে পুলিশের গুলিতে দক্ষিণ দিঘলদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব প্রার্থী আব্দুর রহিম নিহত হওয়ার পর গুরুতর আহত ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম আজ বুধবার রাজধানীর কমফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। নুরে আলম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক এমপি, সাবেক মন্ত্রী, ডাকসু'র সাবেক ভিপি ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক।
আজ বুধবার এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, "বর্তমান সরকারের মদদে আইন শৃঙ্খলা বাহিনী বাহিনী দ্বারা এখন কেউ নিরাপদ নয়। মানুষের জান-মালের নিরাপত্তা অনিশ্চিত। দেশজুড়েই চলছে পুলিশী তান্ডব। গত ৩১ জুলাই ২০২২ দেশব্যাপী জেলায় জেলায় বিএনপি'র কেন্দ্র ঘোষিত প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে ভোলা জেলায় শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বেপরোয়া গুলি চালিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে নির্মমভাবে হত্যার পর গুরুতর আহত ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম আজ রাজধানীর কমফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণের ঘটনা দেশব্যাপী পুলিশী তান্ডবের আরেকটি ঘৃন্য নজীর। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন সহ বিরোধী দলের নেতাকর্মীদের প্রতিবাদী কন্ঠকে রোধ করার জন্য সারাদেশে গড়ে তোলা হয়েছে রক্তাক্ত সন্ত্রাসী পরিকাঠামো। এদের দ্বারা জনপদের পর জনপদে রক্ত ঝরছে, অত্যাচারিত হচ্ছে বিরোধী পক্ষের মানুষসহ সাধারণ জনগণ। জনগণের সমর্থন ছাড়া ক্ষমতায় থাকার জন্যই এদের বিকৃত ক্ষমতাক্ষুধায় দেশে বিরাজ করছে এক ভীতির পরিবেশ। এরা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, অবৈধ শাসনকে প্রলম্বিত করার জন্য। জবাবদিহিতা অদৃশ্য করেছে লুটপাটের রাজত্বকে নিষ্কন্টক করার জন্য। অনাচার-অবিচারের এক মধ্যযুগীয় বর্বর শাসনের মধ্যে দেশের জনগণ রুদ্ধশ্বাস অবস্থায় দিনাতিপাত করছে। এক ভীতিকর নৈরাজ্যের অন্ধকারে ডুবে গেছে দেশ। সরকারের অন্যায়ের বোঝা এতো বেশী হয়েছে যে, এর ভারেই তাদের পতন অত্যাসন্ন। জনগণ আর বসে থাকবে না, গণআন্দোলনে ভেসে যাবে অবৈধ শাসকগোষ্ঠী।"
নেতৃদ্বয় নুরে আলমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক বিহব্বল পরিবারবর্গ ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।