রংপুরে মহানগর যুবদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১৩ পিএম, ৩ আগস্ট,
বুধবার,২০২২ | আপডেট: ১২:৪৩ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
ভোলায় পুলিশের গুলিতে নিহত সেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিম নিহতের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর যুবদল।
আজ বুধবার বিকেলে নগরীর শাপলা চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুন্নবী চৌধুরী মিলনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জহির আলম নয়নের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক লিটন পারভেজ, সহ সভাপতি ফরহাদ হোসেন পিন্টু, যুগ্ম সম্পাদক শেখ মহিদুল ইসলাম হিরা প্রমুখ। বক্তারা ভোলায় পুলিশের গুলিতে নিহত সেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিম ও ঘটনার দিন গুলিবিদ্ধ ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম নিহতের ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সরকারের দুঃশাষনের বিরুদ্ধে সারাদেশের মানুষের মাঝে যে ক্ষোভ আর তোপ সৃষ্টি হয়েছে, সেই তোপের মুখেই এই সরকারের পতন হবে।
বক্তারা নিহত সেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিম ও ঘটনার দিন গুলিবিদ্ধ ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম নিহতের ঘটনায় তিব্র নিন্দা, প্রতিবাদ ও শোক জানিয়ে বলেন, এই রক্তপিপাসু দানব সরকারের হাতে জনগণের জানমালের কোনো নিরাপত্তা নেই।