ভোলায় হত্যার প্রতিবাদে রাজশাহী মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৬ পিএম, ৩ আগস্ট,
বুধবার,২০২২ | আপডেট: ০২:০৯ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
ভোলায় বিএনপির বিদ্যুৎ ও জ্বালানির অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে পুলিশি হামলায় স্বেচ্ছাসেবকদলের নেতা রহিম এবং ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম কে গুলি করে হত্যা করা হয় এবং শতাধিক গুলিবিদ্ধ করে আহত করা হয়। এর ঘটনায় যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে রাজশাহী মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি লোকনাথ স্কুলের সামনে থেকে শুরু করে নগরীর সাহেব বাজার,জিরো পয়েন্ট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। উক্ত সমাবেশের সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম জনি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সংগ্রামী আহবায়ক মাহফুজুর রহমান রিটন। এ সময় প্রধান অতিথি নগর যুবদলের আহবায়ক এই নৃশংস হত্যাকান্ডের অবিলম্বে প্রকাশ্যে বিচার দাবি করেন। অন্যথায় এর ফায়সালা রাজপথে হবে বলে তিনি হুঁশিয়ারী দেন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বাবলু, যুগ্ম আহবায়ক মোঃ নাসিম খান, আল আমিন বাবু, মোঃ জামিল হোসেন, সালমগীর হোসেন, ইসমাইল আলী রাহি, যুগ্ম-আহ্বায়ক মোঃ সোহেল রানা, রাজশাহী মহানগর যুবদলের দপ্তর শফিক মাহমুদ তন্ময়, মহানগর বিএনপির সদস্য আবু হেনা রান্টু, হিমেল, রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি, মহানগর যুবদলের সদস্য বনি সরদার, মিসদাকুর খান মিলন, মনিরুল ইসলাম জনি, আশরাফুজ্জামান সজিব, তন্ময় মোল্লা,জুয়েল ইসলাম, হাসনাত হোসেন ফয়সাল জন, মির্জা ইমরুল মুন্না, সুরাজ আলী, রফিক, সাইফুল, সোহেল রানা, রাকিব হোসেন, রাসেল হোসেন, আকতার হোসেন অপু, সুমন সরদার, রাকিব হোসেন, রবিন উন হাসান জাহিদ, পলাশ, বাপ্পি, আলিফ আল মাহমুদ লুকেন, এসএম তোহিদ দুর্লভ, তানভীর আহমেদ হিরা, জয়নাল আবেদীন জনি, টোকেন মতিয়ার থানা দক্ষিণ যুবদলের সিনিয়র যুব আহ্বায়ক বশির উদ্দিন সানি, রাজশাহী মহানগর যুবদলের সদস্য হাসেম শেখসহ রাজশাহী মহানগর যুবদল ও থানা এর নেতৃবৃন্দ। উক্ত সভাটি সঞ্চালনা করেন কাশিয়ানা থানা যুবদলের আহ্বায়ক এবং রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনারুল ইসলাম।