ভোলায় হত্যার প্রতিবাদে রাজশাহী জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪৫ পিএম, ৩ আগস্ট,
বুধবার,২০২২ | আপডেট: ০৭:৪৩ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
ভোলায় পুলিশের অন্যায়ভাবে গুলি বর্ষণ ও নির্বিচারে হত্যার প্রতিবাদে রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ সমাবেশটি রাজশাহী মহানগরীর সাগরপাড়া বটতলা মোড় থেকে শুরু করে গনকপাড়া মোড় প্রদক্ষিণ করে বাটার মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
উক্ত সমাবেশে রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব ও রাজশাহী জেলা ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি রেজাউল করিম টুটুল এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম কুসুম এর সন্ঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত।
আরো উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তাফা মামুন, আমিনুল হক মিন্টু, কামরুজ্জামান হেনা, তোফায়েল হোসেন রাজু, কেন্দ্রীয় কমিটি জিয়া পরিষদ সহকারী মহাসচিব প্রিন্সিপাল মোঃ আবদুল্লাহ্ আল মাহমুদ সালাম বিপ্লব, উক্ত সমাবেশে আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন মুকুট, তরিকুল ইসলাম রাজন, নাজমুস সাকিব প্লাবন, শাহনেওয়াজ খুরশিদ রিজভী, সাদ্দাম হোসেন, রনি ইসলাম, হাবিবুর রহমান হাবিব, শাকিল আহমেদ, সদস্য বুলবুল আহমেদ কাটুম, শফিকুল ইসলাম শফি, মাসুম আহমেদ, আশরাফুল ইসলাম, সোহেল রানা, রুস্তম আলী, নিশান আহমেদ, জাহাঙ্গীর আলম, রাশেদুল ইসলাম, জুয়েল রানা, বাগমারা উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল মালেক মানিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাদৎ হোসেন, যুগ্ম আহ্বায়ক রকিবুল ইসলাম সিদ্দিক, আলাল উদ্দিন আলাল, ইমরান হোসেন, বজলুর রহমান রকেট, জাহাঙ্গীর আলম, ভবানীগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম শোভা, যুগ্ম আব্দুল মান্নান, জামাল আহমেদ সহ রাজশাহী জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।