শহীদ রহিম-আলমের রক্তের মধ্য দিয়েই সরকারের পতন নিশ্চিত হবে : ময়মনসিংহ দক্ষিণ যুবদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৩ পিএম, ৩ আগস্ট,
বুধবার,২০২২ | আপডেট: ০১:৩৪ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
ভোলায় পুলিশের গুলিতে নিহত জেলা ছাত্রদল সভাপতি নূরে আলম এবং স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের রক্তের মধ্য দিয়ে অবৈধ স্বৈরাচার সরকারের পতন নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের নেতৃবৃন্দ। এ সময় নেতৃবৃন্দ বলেন, গুম-খুন ও হাজার হাজার সাজানো মামলা দিয়ে রাজপথে বিএনপির নেতাকর্মীদের দমন করতে পারেনি স্বৈরাচার সরকার। এখন তারা পুলিশ লেলিয়ে দিয়ে গুলি করে দলীয় নেতাকর্মীদের হত্যা করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। কিন্তু শহীদ রহিম-আলমের রক্ত বৃথা যেতে পারে না। এই বীর শহীদদের রক্তের মধ্য দিয়েই বতর্মান অবৈধ সরকারের পতন নিশ্চিত করা হবে।
আজ বুধবার বিকেল সাড়ে ৫টায় ময়মনসিংহ নগরীর বিএনপি কার্যালয়ের সামনে দক্ষিণ জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
পুলিশের গুলিতে ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা। এই বিক্ষোভ সমাবেশের নেতৃত্ব দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রাজু। এতে সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।