রহিম হত্যার প্রতিবাদে ময়মনসিংহে যুবদলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪৭ পিএম, ৩ আগস্ট,
বুধবার,২০২২ | আপডেট: ০৬:৩২ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উত্তর জেলা যুবদল।
আজ বুধবার বিকেল সাড়ে ৩টায় সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নগরীতে এই বিক্ষোভ মিছিল করেন তারা।
এর আগে নগরীর কাচারী এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
এ সময় উত্তর জেলা যুবদলের সভাপতি শামসুল হক শামসুর সভাপতিত্বে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে বিক্ষোভকারীরা।
এতে উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রবিউল করিম বিপ্লব, সহ-সভাপতি সারোয়ার হোসেন খান, নিজাম উদ্দিন, আজিজুল হাই সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, ওয়াইজুল হক বিপ্লবসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, হাজার হাজার সাজানো মামলা দিয়ে রাজপথে বিএনপির নেতাকর্মীদের দমন করতে না পেরে রক্তের হুলি খেলায় মেতে উঠেছে সরকার।
কিন্তু দলের নেতাকর্মীদের হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে পারবে না সরকার। আগামী দিনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে রাজপথে এই হত্যাকান্ডের কঠোর জবাব দেওয়া হবে।