বাগাতিপাড়ায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৪ পিএম, ৩ আগস্ট,
বুধবার,২০২২ | আপডেট: ১১:৫৪ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ভোলা জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে বিনা উষ্কানীতে পুলিশের গুলি ও নারকীয় তাণ্ডবে সদর থানা স্বেচ্ছাসেবকদল সদস্য আব্দুর রহিমের শাহাদাত বরণ এবং শতাধিক নেতা-কর্মীর আহতর, এই সন্ত্রাসী হামলার প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদে জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ বুধবার সকালে উপজেলা পরিষদ সংলগ্ন মালঞ্চি বাজার চত্বরে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রেসক্লাবর সামনে এসে এক প্রতিবাদ সভায় মিলিত হয়ে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহবায়ক হারুন- উর- রশিদ দুলাল, যুগ্ম আহবায়ক আবু রায়হান, মোশারফ হোসেন, সুজন মাহমুদ, দুখু মিয়া, পৌর যুবদলের আহবায়ক মুক্তার হোসেন, যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম, পৌর ছাত্রদলের আহবায়ক মোতালেব হোসেন পান্নাসহ প্রমুখ জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকগণ অংশ নেন।