ভোলায় স্বেচ্ছাসেবকদল নেতা হত্যার প্রতিবাদে জয়পুরহাটে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৯ পিএম, ৩ আগস্ট,
বুধবার,২০২২ | আপডেট: ০৭:৪৩ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
আজ বুধবার দুপুরে শহরের চিনিকল সড়ক থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবদলের আহবায়ক শাহনেওয়াজ কবির শুভ্র, যুগ্ম আহবায়ক শরীফুল ইসলাম, তৌফিক ইসলাম, জুয়েল হোসেন ও আব্দুল মতিনসহ অন্যান্যরা।
বক্তরা বলেন শহীদ আ: রহিম মাতবরের মৃত্যুতে সরকার পতনের আন্দোলন শুরু হয়েছে। অবিলম্বে স্বেচ্ছাসেবক দল নেতা রহিম হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।