রহিম হত্যার প্রতিবাদে ঝিনাইদহে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১১ পিএম, ৩ আগস্ট,
বুধবার,২০২২ | আপডেট: ০৫:০১ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
পুলিশের গুলিতে আব্দুর রহিম নিহত হওয়ার ঘটনায় ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঝিনাইদহ জেলা যুবদল।
আজ বুধবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে যুবদলের বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিন শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে শেষ হয়। এখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাস, আলমগীর হোসেন আলম, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, মিজানুর রজমান সুজন, আরিফুল ইসলাম আননসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, ভোলায় গুলিতে নিহত আব্দুর রহিমের হত্যাকারীকে আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান। সেই সাথে সরকার পতনের আন্দোলনে সকলকে যোগ দেওয়ার আহ্বান জানান।