ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার প্রতিবাদে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৮ পিএম, ৩ আগস্ট,
বুধবার,২০২২ | আপডেট: ০৭:৫৪ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
ভোলা জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের হামলা ও গুলিবর্ষণে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে হত্যা এবং অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হওয়ার অভিযোগে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল।
আজ বুধবার সকালে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করে তারা।
এ সময় জেলা যুবদলের উদ্যোগে জরিনা মিয়ার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব ও শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ।
সমাবেশে অন্যান্যদের মধ্যে জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, জিয়াউর রহমান জিয়া, সহ-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান লিটন, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মামুনুর রশিদ বাবু, আলম হোসেন, প্রচার সম্পাদক কাজল আহমেদ, দপ্তর সম্পাদক আতিকুর রহমান লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, যতদিন পর্যন্ত সরকার পতন না হবে ততদিন পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না। এই সরকার দেউলিয়া হয়ে গেছে। বিনা ভোটের সরকারের পায়ের নিচে মাটি নেই বুজতে পেরে গুম খুন করে যাচ্ছে। আগামী দিনে এই গুম, খুন আর হামলা-মামলা দিয়ে যুবদলকে দমিয়ে রাখা যাবেনা বলে সরকারকে হুশিয়ারি করেন বক্তারা। এ সময় ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ।