পিরোজপুরে যুবদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১৩ এএম, ৩ আগস্ট,
বুধবার,২০২২ | আপডেট: ০৪:৩২ পিএম, ৮ জানুয়ারী,
বুধবার,২০২৫
ভোলা জেলায় বিএনপির শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে পিরোজপুর জেলা যুবদল।
আজ বুধবার (০৩ আগস্ট) সকালে পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে জেলা বিএনপির নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল শুরু করেলে পুলিশের বাধায় তা পন্ড হয়ে যায়। পরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সড়কে বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে পিরোজপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: মারুফ হাসান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন পিরোজপুর জেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান শহীন, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাইদ সহ জেলা যুবদলের নেতদৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, “আজকে পুলিশ আমার ভাই রহিমকে গুলি করে হত্যা করেছে আগামীতে আমাকেও করতে পারে এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে মোকাবেলা করতে হবে। পুলিশলী নৈরাজ্য বন্ধ করতে হবে। রহিমকে হত্যাকারী পুলিশলীগের বিচার এ বাংলার মাটিতেই করা হবে ইনশাআল্লাহ।”