নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবেনা : আহমেদ আলি মুকিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩৮ এএম, ৩ আগস্ট,
বুধবার,২০২২ | আপডেট: ১২:১১ পিএম, ৬ জানুয়ারী,সোমবার,২০২৫
সারা দেশের মত বহিঃবিশ্বেও বিএনপি'র কমিটি পুনর্গঠনের কাজ চলছে তারই ধারাবাহিকতায় সংযুক্ত আরব আমিরাতে নতুন আহবায়ক কমিটি গঠন কল্পে আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গাল্ফের সমন্বয়ক সৌদিয়া পশ্চিম অঞ্চল বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিবের সভাপতিত্বে সদ্য সাবেক আমিরাত বিএনপির যুগ্ম সম্পাদক প্রকৌশলী মাহে আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু, লেবানন বিএনপির সভাপতি, আমিরাত বিএনপির সদ্য সাবেক সভাপতি জাকির হোসেন ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদারের উপস্তিতিতে সদ্য সাবেক কমিটির ঈদের ছুটিতে থাকা কয়েকজন ও প্রয়াত নেতা ছাড়া অধিকাংশ নেতা কর্মী সহ ৮ ইউনিট ও ৩টি সাংগঠনিক ইউনিট, যুবদল,শ্রমিক দল, সেচ্ছাসেবক দল, চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম, সন্দিপ জাতীয়তাবাদী ফোরাম, মাহবুব আলী স্মৃতি সংসদের নেতাকর্মী সহ অনেকেই উপস্থিত ছিলেন।
সকলেই জাকির-সালাম কমিটির বিগত দিনের কর্মকাণ্ড তুলে ধরে আগামীতেও তাদের নেতৃত্বে কমিটি দেওয়ার আহবান জানান।
সকলের বক্তব্য অত্যন্ত ধৈর্য্যের সাথে শ্রবণ করে সভাপতির বক্তব্যে জনাব আহমেদ আলি মুকিব সাহেব বলেন, বিএনপি অনেক বড় সংগঠন এখানে প্রতিযোগিতা থাকবে এটাই স্বাভাবিক তবে তা যেন প্রতিহিংসায় পরিনত না হয়। তিনি বলেন সভাপতির পোস্ট একটা অনেকেই যোগ্য হওয়ার সত্বেও একজনের বেশি লোক কে সভাপতি ও সাধারণ সম্পাদক করা যাবেনা। তাই দলের হাই কমান্ড যেভাবে কমিটি দিবে সেভাবেই কাজ করে যেতে হবে।
তিনি বলেন, বিগত কমিটি শতভাগ না হলেও অনেকাংশেই সফল হয়েছে, আগামীতে শতভাগ সফল হবে বলে আমি আশাকরি, আপনাদের কমিটিকে সামনে রেখেই আগামীতে কমিটি করা হবে ইনশাআল্লাহ, তবে সবাইকে নিয়েই কাজ করতে হবে, যারা অভিমান করে বাইরে আছে তাদের কেও বাদ দেওয়া যাবেনা। সবাইকে মিলে মিশে কাজ করে অবৈধ সরকারের পতন ঘটাতে হবে, দেশ নায়ক তারেক রহমানকে দেশে প্রত্যবর্তনের ব্যবস্থা করতে হবে। বাংলাদেশ এই সৈরাচারের হাত থেকে মুক্ত করতে হবে যা একমাত্র ঐক্যের মাধ্যমেই সম্ভব।
তিনি আরোও বলেন, দলের নেতা কর্মীরা একে অপরের বিরুদ্ধে কাদাছোড়া ছুড়ি করবেন না। আপনারা সোশ্যাল মিডিয়ায় অবৈধ সরকারের বিরুদ্ধে সোচ্চার, মিথ্যা নয় যা সত্য ও তথ্যভিত্তিক তা লিখুন, দেশের যে বর্তমান পরিস্থিতি তা তুলে ধরুন, টাকার মান ইতিহাসের সব চেয়ে কমে গেছে, রিজার্ভ প্রায়ই শেষ, বিদ্যুৎ সংকট সহ প্রায়ই প্রত্যেক সেক্টরেই হাহাকার, লুটেপুটে সব শেষ করে দিয়েছে এসব আপনাদের লেখনির মাধ্যমে তুলে ধরুন, তাদের সমস্ত অপকর্মের মুখোশ উন্মোচিত করতে হবে, তবেই সুফল পাবেন। অন্যথায় পদ পদবী দিয়ে কিছুই হবেনা।
মুকিব বলেন, শহীদ জিয়া অনেক আগেই বলে গেছেন ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। তাই দেশকে ভালবাসুন দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দিতে সবার প্রতি আহবান জানান। বেগম খালেদা জিয়ার দেশ বাঁচাও মানুষ বাঁচাও সহ আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের Take back Bangladesh কে প্রতিষ্ঠিত করার লক্ষে কাজ করার আহবান জানান। এবং তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেন আগামী নির্বাচন অবশ্যই নিরপেক্ষ সরকারের অধীনে হবে। বিএনপি মধ্য রাতের নির্বাচন ও তথাকথিত ইভিএমের নির্বাচনে যাবেনা। নির্দলীয় নিরপেক্ষ সরকারের মাধ্যমেই নির্বাচন হতে হবে।
সব শেষে মাওলানা মোশাররফ হোসেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা, পেটুয়া পুলিশ বাহিনীর গুলিতে নিহত বিএনপি নেতাকর্মী সহ নির্যাতিত সকলের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন।
উল্লেখ্য, নতুন কমিটি দেওয়ার লক্ষে আমিরাত বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।