ভোলা জেলায় পুলিশি হামলার প্রতিবাদে রাজশাহী সিটি কলেজের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫৭ পিএম, ২ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৯:৫৬ পিএম, ১২ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ভোলা জেলায় বিএনপির শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিমকে হত্যা ও গুলি করে অসংখ্য নেতাকর্মীকে আহত করার প্রতিবাদে রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব ও রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য এমদাদুল হক লিমনের নেতৃত্বে বিকাল ৪টায় রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ অনুষ্ঠিত হয়। উক্ত মিছিল সিটি কলেজ হোস্টেল থেকে শুরু হয়ে সোনাদীঘি,মনিচত্তর ও জিরোপয়েন্টের মোড় আরডিএ মার্কেটের গেট প্রদক্ষিণ শেষে আবারও সিটি কলেজ হোস্টেলের সামনে প্রতিবাদ সমাবেশ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক বিশাল রহমান,তাকাফুল ইসলাম সৈকত, রাজশাহী মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মাসুদুল হক মৃধা মোমিন, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাজু, রাজশাহী মহানগর যুবদলের সদস্য নূর নবী মুক্তা, রাজশাহী জেলা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য ও বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাকিব হোসেন শুভ, মতিহার থানা উত্তর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাওসার আলী আকাশ, যুগ্ম আহবায়ক মোহন হক, কাশিয়াডাঙ্গা থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আহসান হাবিব, রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদল নেতা সিফাত আলম রোহান, ববিন খান, সাদমান হোসেন সিয়াম, শুভ চৌধুরী, মেসবাহ্, বোয়ালিয়া থানা পশ্চিম তারেক পরিষদের সহ-সভাপতি নূর ইসলাম, ১১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আননাফি খাঁন মন, সহ-সভাপতি রফিকুল ইসলাম রাসু, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম লিমন, ০৯নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আয়াত শুভ, ছাত্রদল নেতা আননাফ রহমান, জুবায়ের হোসেন, নাসিদুল আলম সাকিলরাহাদ ইসলাম, রাহাদ হোসেন রোকন সহ সিটি কলেজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে লিমন বলেন, আজকে পুলিশলীগ আমার ভাই রহিমকে গুলি করে হত্যা করেছে আগামীতে আমাকেও করতে পারে এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে মোকাবেলা করতে হবে। পাড়ায় পাড়ায় বাশের লাঠি তৈরী করে সন্ত্রাসী ছাত্রলীগ, যুবলীগ, পুলিশলীগের নৈরাজ্য বন্ধ করতে হবে।রহিমকে হত্যাকারী পুলিশলীগের বিচার এ বাংলার মাটিতেই করা হবে ইনশাআল্লাহ।
লিমন আরো বলেন,গত কয়েক দিন আগে আমাদের আবেগের স্থান তারেক রহমানকে নিয়ে ছাত্রলীগ, আওয়ামী লীগ কুটক্তি করেছে এগুলো বরদাস্ত করা হবে না রাজপথেই ফয়সালা করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের নৈরাজ্য বন্ধ ও রাবিতে ভর্তি বাণিজ্যের সাথে জড়িত ছাত্রলীগ নেতা তন্ময়কে গ্রেফতার করে তার মদদ দাতাদের চিহ্নিত করে বিচার করতে হবে। অবৈধ সরকার মেধাকে শূন্যের কোঠায় নিয়ে আসতে চায়। তেল, গ্যাস, বিদ্যুতের দাম কমাতে হবে বলে দাবী জানান।