স্বেচ্ছাসেবক দল নেতা হত্যাকান্ডে প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩৩ পিএম, ২ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৮:৩০ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
ভোলায় সেচ্ছাসেবক দল আব্দুর রহিম হত্যা কান্ডের প্রতিবাধের কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জেলা বিএনপি।
আজ মঙ্গলবার সকালে স্থানীয় ডায়াবেটিস মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হলে জাহাজ ঘর মোড়ে এলে পুলিশ বাঁধা দেয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সিনিয়র সহভাপতি আবু বকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সমবায় বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফি, জেলা বিএনপির সদস্য শাহিন শেখ রঞ্জু, জেলা যুবদলের সহসভাপতি সফিকুল ইসলাম শফি।
বক্তারা অবিলম্বে রহিম সহ সকল রাজনৈতিক হত্যা কান্ডের বিচার দাবি জানিয়ে বলেন, দ্রব্যমূল্যে জনগণের নাগালের মধ্যে না আসলে এক দফা আন্দোলন শুরু হবে। যে আনন্দোলনের মধ্যে দিয়ে বেগম জিয়ার মুক্তি, দেশনায়ক তারেক রহমানকে দেশে নিয়ে আসা এবং নিরপেক্ষ সরকারের অধিনে জাতীয় নির্বাচন আদায় করা হবে।
বক্তারা, অবিলম্বে লোডশেডিং বন্ধ করে নিয়মিত বিদ্যুৎতের দাবি জানায়। অন্যথায় কুড়িগ্রামে কৃষকদের নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।