ভোলায় বিএনপি নেতাদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে সৈয়দপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১৫ পিএম, ২ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৫:১০ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
সারাদেশে লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনাসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ভোলায় বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের গুলিতে জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম নিহত ও জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমকে গুলিতে আহত করার প্রতিবাদে সৈয়দপুরে এ বিক্ষোভ মিছিল হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার বিকেলে এই কর্মসুচি পালন করে সৈয়দপুর জেলা ছাত্রদল। শহরের বিমানবন্দর সড়কের অফিসার্স কলোনী এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ ডা. জিকরুল হক সড়কের বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।
জেলা ছাত্রদলের সভাপতি রিজওয়ান আকতার পাপ্পুর নেতৃত্বে মিছিলে অংশ নেন, জেলা ছাত্রদলের সহ সভাপতি আবু নাসিম মিঠু, মো. কামরান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী হোসেন মো. আরমান, প্রচার সম্পাদক আরাফাত হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়, পৌর ছাত্রদলের সদস্য সচিব আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম আহবায়ক রাব্বি, সৈয়দপুর সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক সজল বসুনিয়া, সদস্য সচিব কবির হোসেন, কামারপুকুর ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক রুবেল, সদস্য সচিব মুন্না, ছাত্রনেতা নয়ন ও সুজনসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।
বিক্ষোভ মিছিলে ভোলায় স্বেচ্ছাসেবক দলনেতা আব্দুর রহিম হত্যা ও জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের ওপর পুলিশের গুলির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।