রাজশাহী মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৯ পিএম, ২ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৩:৩৯ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে আজ মঙ্গলবার বিকেলে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সারাদেশে নজিরবিহিন লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে বিএনপির কেন্দ্র ঘোষিত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে ভোলা জেলার সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিমকে পুলিশ গুলি করে নির্মনভাবে হত্যার প্রতিবাদে নেতাকর্মীরা মালোপাড়াস্থ্য বিএনপি কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সমাবেশ করেন।
রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী এশা। যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক এর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা ও জয়নাল আবেদিন শিবলী।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সদস্য সেন্টু ও নান্টু, রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহম্মেদ রাহীসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশে অরাজকতা, দুর্নীতি ও সন্ত্রাসে ছেয়ে গেছে। এছাড়াও ঘণ ঘণ লোডশেডিং ও নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতির ফলে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। এ অবস্থা চলতে থাকলে বাংলাদেশও শ্রীলংকার মত হতে সময় লাগবেনা। ইতোমধ্যে ব্যাংকের রিজার্ভ কমে গেছে। সেইসাথে মেগা প্রকল্পের নামে সাগরের ন্যায় চুরি করে সরকারের এমপি, মন্ত্রী ও দোশরগণ টাকার পাহাড় গড়ে তুলে বিদেশে বাড়ি গাড়ি করে ফেলেছে। অথচ দেশের মানুষ এখন অর্থের অভাবে হাহাকার করছে।
তিনি আরো বলেন, নিশি রাতের ও বিনা ভোটের সরকার হওয়ায় জনগণের প্রতি কোন প্রকার দায়িত্ব নেই। জবাবদিহিতা না থাকায় যা ইচ্ছা তাই করছে। বিএনপিকে ভয় পেয়ে সভা সমাবেশ করতে বাঁধা দিচ্ছে। বিএনপি সমাবেশ করার সময় ভোলা জেলার সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিমকে পুলিশ গুলি করে নির্মনভাবে হত্যা করেছে। কিন্তু এই পুলিশ সদস্যর এই ফ্যাসিস্ট সরকার বিচার করতে পারবেনা। কারণ এই সরকার আইন শৃংখলা বাহিনীর উপর নির্ভর করে টিকে আছে।
প্রধান অতিথি বলেন, রাজশাহী গণমানুষের সাহসী নেতা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ এর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। এই মিথ্যা মামলা ও হয়রানীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। এখন দেশের জনগণকে এই স্বৈরাচার সরকারের কবল থেকে বাঁচাতে এবং তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়ার মুক্তি ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে এই সরকারের পতন একমাত্র পথ। আর পথ সুগম করতে খুব দ্রুত সময়ের মধ্যে শুরু হবে সরকার পতনের একদফা আন্দোলন। এই আন্দোলনে সবাইকে রাজপথে নামার আহ্বান জানান প্রধান অতিথি।