কেশবপুরে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫২ পিএম, ২ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৯:০৬ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের মৃত্যুর প্রতিবাদে কেশবপুরে ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কেশবপুর থানা, পৌর ও কেশবপুর সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে আজ মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
মিছিল শেষে দলীয় কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন থানা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ। এ সময় পৌর ছাত্রদলের সদস্য সচিব মনিরুল ইসলাম, কেশবপুর সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাহাতুল ইসলাম সুজন প্রমূখসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।