দেশকে দেউলিয়া হাত থেকে রক্ষার উপায় একটাই, এই সরকারের পদত্যাগ : লুৎফুর রহমান কাজল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪৭ পিএম, ২ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৪:১৭ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
আজ মঙ্গলবার কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে কক্সবাজার জেলা বিএনপি কতৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল বলেন, দেশ এখন দেউলিয়া হবার পথে এই দেশকে রক্ষা করার একটাই উপায় এই স্বৈরাচারী সরকারের পদত্যাগ। দেশের সমস্ত খাত আজ দুর্নীতিতে ভরপুর, নেই কোনো রিজার্ভফান্ড, দেশে তৈল,গ্যাসের কোনো মজুদ নেই, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি।
লুৎফুর রহমান কাজল আরো বলেন, এই সরকার স্বৈরাচারী সরকার, ইতিহাস স্বাক্ষী স্বৈরাচারী সরকারের পতন খুব খারাপ ভাবেই হয়েছে, এই সরকারের পতন খুব শীগ্রই হবে, এই সরকারের বিদায় ঘণ্টা বেঁজে উঠেছে, আজ দেশের মানুষের কোনো স্বাধীনতা নেই, দেশের মানুষ রাস্তায় নামবে এই সরকারকে বিদায় করে দেশকে দেউলিয়ার হাত থেকে রক্ষা করবে।
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ভোলায় পুলিশের বর্বরোচিত হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (চট্রগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীম।
উক্ত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না, সিনিয়র সহ-সভাপতি এটিএম নুরুল বশর, কক্সবাজার পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী, কক্সবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল মাবুদ, কক্সবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, কক্সবাজার সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ নূর সওদাগর, কক্সবাজার পৌর বিএনপির সাংগঠনিক গিয়াস উদ্দিন, মসউদুর রহমান মাসুদ, কক্সবাজার সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাষ্টার গোলাম কাদের, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ হাবিব, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল্লাহ নূর, জেলা কৃষকদলের সভাপতি আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম, জেলা মৎস্যজীবি দলের সভাপতি ছালামত উল্লাহ বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজিজুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিসান উদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনির উদ্দিন মনির, জেলা ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন রিপন, শহর যুবদলের আহ্বায়ক আজিজুল হক সোহেল, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আক্তারুজ্জামান লাভলু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান, সিনিয়র সহ-সভাপতি সাইফুর রহমান নয়ন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুল আলম মিজান, শহর ছাত্রদলের সাবেক সভাপতি এনামুল হক এনাম, সদর ছাত্রদলের আহ্বায়ক এম রাশেদুল করিম রাশেদ, শহর ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, রামু উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সানাউল্লাহ সেলিম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান সিকদার, সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাব উদ্দিন সহ কক্সবাজার জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।