শেরপুরে বিএনপি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩২ পিএম, ২ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৪:৩৬ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
পুলিশের গুলিতে ভোলায় স্বেচ্ছা দলের নেতা আব্দুর রহিম মাতবরের হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে শেরপুর জলো বিএনপি।
আজ মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল, সহ-সভাপতি ফজলুল হক লাভলু, অ্যাডভোকেট রাকিবুল হাসান, এসএম শহিদুল ইসলাম ভিপি, যুগ্ম-সাধারণ সম্পাদক আওয়াল চৌধুরী, অ্যাডভোকেট আতাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আক্রামুজ্জামান রাহাত, সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, শহর বিএনিপর সভাপতি প্রভাষক মামুনুর রশীদ পলাশ, সাধারণ সম্পাদক আবু রায়হান রুপম, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ আলী, যুগ্ম-আহ্বায়ক আমিনুল ইসলাম শিপন, সফিকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি সফিকুল ইসলাম মাসুদ. সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল হাসান, জেলা ছাত্রদলের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক নিয়ামুল ইসলাম আনন্দ, জেলা তাতী দলের সভাপতি লালন মোল্লসহ বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় মাহমুদুল হক রুবেল বলেন, এ সরকারের কাছে কেউ নিরাপদ নয়। সরকারের ভয়ে সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা, ডাক্তার, বিচারপতি, আইনশৃঙ্খলা বাহিনীর কেউ নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না। তাই আমরা অনুরোধ করতে চাই, এ সরকারের দিন শেষ। কাজেই আপনারা এখন থেকে নিরপেক্ষভাবে কাজ করুন। তা-না হলে কেউ রেহাই পাবেননা। ২০১৪ ও ১৮ সালের মাতো নির্বাচন করার স্বপ্ন দেখে লাভ হবেনা। যে কোন মূল্যে নিরপেক্ষ নির্বাচন আদায় করা হবে। নিরপেক্ষ নির্বাচন হলে এদেশের মানুষ এ সরকারকে আর কোনদিনই ভোট দিয়ে ক্ষমতায় বসাবেনা। তারা এবার মনে করছে ইভিএমের মাধ্যমে নির্বাচন করে ক্ষমতায় আসবে, তা কখনই হতে দেয়া হবে না।