নবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল, আটক-৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২৩ পিএম, ২ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৮:০১ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
সারাদেশে ভয়াবহ লোডশেডিং ও জ্বালানি খাতে নজিরবিহীন অব্যবস্থাপনার বিরুদ্ধে বিএনপির ডাকা বিক্ষোভ সমাবেশে ভোলায় পুলিশের হামলায় স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ঢাকা জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নবাবগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কলাকোপায় হাড়ভাঙ্গা ব্রিজের ঢালে বিক্ষোভ মিছিল থেকে ৫ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন ১। আশরাফ আলী ভুলু, ২। কাজী আরিফ বিপুল, ৩।কামরুজ্জামান, ৪।জুলহাস মোল্লা ও ৫। মো. সেলিম।
নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ বলেন বলেন, আটককৃতদের যাচাই বাছাই করা হচ্ছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা।