সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করতেই গুম, খুন, হত্যা করছে : ওয়ারেছ আলী মামুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩১ এএম, ২ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০১:১০ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
বিএনপির ময়মনসিংহ বিভাগের সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন,আজকে সরকার যেমন উলঙ্গ হয়ে পড়েছে ঠিক তেমনি সরকারের প্রশাসনও উলঙ্গ হয়ে পড়েছে। এই উলঙ্গপনা দিয়ে বাংলাদেশের মানুষের যে মুক্তির সংগ্রাম তা স্তব্ধ করা যাবে না। এই সরকার আজ নিজেদের ব্যর্থতা আড়াল করতেই গুম, খুন, হত্যা করছে।
তিনি আরো বলেন, তাই সরকারের কাছে আর আবেদন-নিবেদন করে কোন লাভ হবে না। আগামী দিনে জনগণকে সাথে নিয়ে সরকারের বিদায় ঘন্টা বাজানো হবে। ভোলায় স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে হত্যা করা হয়েছে। তার এই মৃত্যুর শোককে শক্তিতে রুপান্তরিত করে আগামী দিনে সরকার পতনের আন্দোলন আরও শক্তিশালী হবে।
ভোলা জেলা বিএনপির শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে নির্বিচারে পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুরে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শহরের স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেছেন।
জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক গোলাম রব্বানীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি আনিছুর রহমান বিপ্লব, সফিউর রহমান সফি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল, সাজ্জাদ হোসেন পল্টন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, গাউসুল আজম শাহীন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সোবাহান বক্তব্য রাখেন ।