ভোলায় রহিম হত্যার প্রতিবাদে ফরিদপুর জেলা বিএনপির বিক্ষোভ, পুলিশের বাঁধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২৮ এএম, ২ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০২:৩৬ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
পুলিশের গুলিতে ভোলার স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে ফরিদপুরে জেলা বিএনপির উদ্যোগে আজ মঙ্গলবার বেলা ১১টার সময় ফরিদপুর প্রেসক্লাব থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি জনতা ব্যাংকের মোড় অভিমুখে রওনা হলে খান প্রেস পযর্ন্ত পৌছলে পুলিশ বাঁধা দেয়। এক পর্যায়ে পুলিশের বাঁধার মুখে মিছিলটি পন্ড হয়ে যায়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির আহবায়ক এএফএম কাইয়ুম জঙ্গী, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আতাউর রশিদ বাচ্চু,আজম খান, গোলাম রব্বানী ভুইয়া রতন, তানভীর চৌধুরী রুবেল, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনান, কোতয়ালী বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান রানু, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুন, সিনিয়র সহ-সভাপতি এম এম ইউসুফ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হোসেন কায়েস, মহানগর ছাত্রদলের সভাপতি শাহরিয়ার হোসেন শিথিল, সাধারণ সম্পাদক রাকিব হোসেন প্রমুখ নেতৃবৃন্দ ছিলেন।