ভোলায় পুলিশে গুলিতে নিহত রহিম হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে প্রতিবাদ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০১ এএম, ২ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৮:৫৫ এএম, ৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
পুলিশের গুলিতে ভোলার স্বেচ্চাসেবক দল নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে আজ মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের ভাসানি মিলনায়তন চত্বরে জেলা বিএনপির উদ্যেগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলালের সভাপতিত্বে জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খান হাসানের পরিচালনায় জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক রেজাউল জোয়ারদার, জেলা স্বেচ্চাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়েস, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ ও সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি খ ম রকিবুল হাসান রতন, জাহাঙ্গীর হোসেন ভুইয়া সেলিম, যুগ্ন সাধারণ সম্পাদক লিয়াকত আলী খান, মিলন ইসলাম খান, সাব্বির হোসেন ভুঁইয়া সাফি, সহ দপ্তর সম্পাদক এনামুল হক, ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, সহ সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শামীম হোসেন হিটলার, মোহাম্মদ আলী স্বপন, সহ প্রচার সম্পাদক শামছুল ইসলাম, জেলা শ্রমিক দলের আহবায়ক আব্দুল মজিদ, জেলা যুবদলের সভাপতি আব্দুল জব্বার বাবু, সিনিয়র সহ সভাপতি আলামিন খান, সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান, জেলা স্বেচ্চাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, সাংগঠনিক সম্পাদক মিলন হক রনজু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সহ আরো অনেকে।
জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল করে শ্লোগান দিয়ে যোগ দেয়।
উল্লেখ্য ৩১ জুলাই তারিখে সারাদেশে ভয়াবহ লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি পালন করার সময় ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম নিহত হওয়ার ঘটনায় কেন্দ্রীয় বিএনপি যে দুই দিনের কর্মসূচী ঘোষনা করে সেই কর্মসূচীর শেষ দিন সিরাজগঞ্জ জেলা বিএনপি এই প্রতিবাদ সমাবেশের কর্মসূচী পালন করে।