ফরিদপুরে বিএনপি নেতা মিরাজ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১২ এএম, ২ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৭:৪৬ এএম, ৭ জানুয়ারী,মঙ্গলবার,২০২৫
ফরিদপুর মহানগর বিএনপি'র সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার (০১ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে শহরের লক্ষ্মীপুর মহল্লাস্থ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
বিকেলে জামিনের শুনানি শেষে অধিকতর শুনানির জন্য আজ মঙ্গলবার তারিখ নির্ধারণ করে ওই বিএনপি নেতাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন আদালত।
গোলাম মোস্তফা মিরাজ লক্ষ্মীপুর মহল্লার আব্দুর রব মিয়ার ছেলে। ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, পুলিশের উপর হামলা ও আহত করার ঘটনায় পুলিশের দায়ের করা একটি মামলার ওয়ারেন্টের বলে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
এ দিকে ফরিদপুর মহানগর বিএনপি সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজকে গ্রেপ্তারের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ও কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ন সাধারন সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ। পৃথক বিবৃতিতে নেতৃদ্বয় এ প্রতিবাদ জানান।