রাজশাহী মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫৪ পিএম, ১ আগস্ট,সোমবার,২০২২ | আপডেট: ১২:৪৫ পিএম, ১২ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ভোলায় বিএনপির বিদ্যুৎ ও জ্বালানির অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে পুলিশি হামলায় একজন নিহত এবং শতাধিক আহত এর ঘটনায় ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে রাজশাহী মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু করে নগরীর সাহেব বাজার,জিরো পয়েন্ট হয়ে দলীয় কার্যালয়ে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
উক্ত বিক্ষোভ সমাবেশ সভাপতিত্ব করেন, রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, সমাবেশটি পরিচালনা করে মহানগর ছাত্রদলের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মুর্ত্তুযা ফামিন, সহ সভাপতি শফিক মাহমুদ তন্ময়, যুগ্ম সম্পাদক পরভেজ সৈকত, সোহেল রানা জুয়েল।
আরও উপস্থিত ছিলেন, বোয়ালিয়া থানা পূর্ব ছাত্রদলের আহবায়ক সাদিউল ইসলাম সজিব, শাহ্ মখদুম থানা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান ডলার, বোয়ালিয়া পশ্চিম থানা ছাত্রদের আহবায়ক মাহাবুবুল আলম সানি, রাজশাহী কলেজ ছাত্রদলের আহবায়ক খালেদ বিন ওয়ালিদ আবির, চন্দ্রীমা থানা ছাত্রদলের আহবায়ক আবুল কালাম আজাদ তপন, মতিহার থানা ছাত্রদলের সদস্য সচিব পিয়ারুল ইসলাম পিয়াল, শাহ্ মখদুম থানা ছাত্রদলের সদস্য সচিব পারভেজ ইসলাম মৃদুল, মতিহার থানা উত্তর সদস্য সচিব সোহেল, সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন, বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রদলের সদস্য সচিব নিহাল আহম্মেদ রায়হান সহ মহানগর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সকল থানা ও শিক্ষা প্রতিষ্ঠান এবং ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।