বাগেরহাটে বিএনপির গায়েবানা জানাজা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৪ পিএম, ১ আগস্ট,সোমবার,২০২২ | আপডেট: ১১:৫৩ এএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০২৪
জ্বালানিখাতে অব্যবস্থাপনা ও দ্রব্যমূল্য উর্ধ্বগতির প্রতিবাদে ডাকা কেন্দ্রীয় কর্মসূচি পালনকে ঘিরে ভোলায় পুলিশের গুলিতে সেচ্ছাসেবক দল নেতা আব্দুল রহিম নিহত হওয়ার ঘটনায় গায়েবানা জানাজা কর্মসূচি পালন করে বাগেরহাট জেলা বিএনপি।
আজ সোমবার দুপুর ১১টায় সরুই বাগেরহাট জেলা বিএনপির কার্যলয়ে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয় ।
গায়েবানা জানাজায় বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম, পৌর বিএনপির সভাপতি সাহেদ আলী রবি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাবেক সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, যুবদলের সিনিয়র সহ-সভাপতি নাজমুল হুদা, সহ-সভাপতি মনিরুজ্জামান মান্না,পৌর যুবদলের আহবায়ক জসিম সরদার, সদস্য সচিব ওমর আলী মুন্না, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শেহেবুব রহমান সাদ্দাম, ছাত্রদলের সদর থানা সদস্য সচিব হাবিব আহম্মেদ, ছাত্রনেতা মুন্না আহসান, রিয়াদ শেখসহ কয়েকশত নেতাকর্মী উপস্থিত ছিলেন। জানাজা নামাজের ইমামতি করেন মাওলানা আবু বক্কর সিদ্দিক ।