শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫৩ পিএম, ১ আগস্ট,সোমবার,২০২২ | আপডেট: ০৫:১২ পিএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
ভোলা জেলা বিএনপির শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে বিনা উষ্কানীতে বাকশালী পুলিশের গুলিতে আব্দুর রহিমকে হত্যা ও অসংখ্য নেতাকর্মীকে আহত করার প্রতিবাদে আজ সোমবার রাজধানীর কলেজগেট এলাকায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সংগ্রামী সভাপতি আহাম্মুদুল কবির তাপস ও সাধারণ সম্পাদক বি এম আলমগীর কবির এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন শেকৃবি ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো: মোকছেদুল মমিন মিথুন। মিছিলটা কলেজ গেট থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রথম গেটে গিয়ে শেষ হয়।