ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪৯ পিএম, ১ আগস্ট,সোমবার,২০২২ | আপডেট: ০৭:২৩ পিএম, ৩ জানুয়ারী,শুক্রবার,২০২৫
সারাদেশে ভয়াবহ লোডশেডিং ও জ্বালানী খাতে নজিরবিহীন অব্যবস্থপনার বিরুদ্ধে বিএনপি’র কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশে ভোলায় পুলিশের অন্যায়ভাবে গুলিবর্ষণ ও নির্বিচারে হত্যার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়কে জাতীয় স্মৃতিসৌধের সামনে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা জেলা উত্তর এর প্রতিষ্ঠাতা সংগ্রামী সদস্য সচিব সজীব রায়হানের নেতৃত্বে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ সোমবার (০১ আগস্ট) উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচিতে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সংগ্রামী যুগ্ম আহ্বায়ক ও দায়িত্ব প্রাপ্ত দপ্তর সাজ্জাদ হোসেন আদর, প্রতিষ্ঠাতা সংগ্রামী যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান সাদ্দাম, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সংগ্রামী আহ্বায়ক সদস্য মোঃ সাইফুল ইসলাম সুমন, মোঃ রুবেল হোসেন সহ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের অধীনস্থ সকল ইউনিটের নেতৃবৃন্দগণ উপস্থিত থেকে সফল করেন।