শেরপুরে স্বেচ্ছাসেবক দল কর্মীর গায়েবানা জানাযা সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৭ পিএম, ১ আগস্ট,সোমবার,২০২২ | আপডেট: ০৮:০০ পিএম, ১২ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচীতে পুলিশের গুলিতে ভোলায় নিহত স্বেচ্ছা দলের নেতা আব্দুর রহিম মাতবরের গায়েবানা জানাজা আজ সোমবার বেলা সাড়ে এগারোটার সময় শেরপুর জেলা বিএনিপর সভাপতি মাহমুদুল হক রুবেলের বাসভবেনর সামেন অনুষ্ঠিত হয়।
এসময় জেলা বিএনিপর সভাপতি মাহমুদুল হক রুবেল, সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুল হক, ফজলুল হক লাভলু, এসএম শহিদুল ইসলাম ভিপি, যুগ্ম-সাধারণ সম্পাদক আওয়াল চৌধুরী, অ্যাডভোকেট আতাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আক্রামুজ্জামান রাহাত, শহর বিএনিপর সভাপতি প্রভাষক মামুনুর রশীদ পলাশ, সাধারণ সম্পাদক আবু রায়হান রুপম, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ আলী, যুগ্ম-আহ্বায়ক আমিনুল ইসলাম শিপন, জেলা যুবদলের সভাপতি সফিকুল ইসলাম মাসুদ, সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক মামুন, জেলা ছাত্রদলের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক নিয়ামুল ইসলাম আনন্দসহ বিএনিপ ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। জানাজা শেষে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল বিক্ষাভ মিছিল বের করে। পরে মিছিলটি জেলা বিএনিপর কার্যালয়ে গিয়ে শেষ হয়।
জানাজায়, সাবেক এমপি মাহমুদুল হক রুবেল নিহত স্বেচ্ছাসেবক দলের নেতার বিদেহী আত্মার শান্তি কামনা করে, গভীর শোক ও সমবেদনা জানান। একইসাথে এ হত্যাকান্ডের বিচার দাবী করেন।
তিনি আরো বলেন, সরকার যতই ঘুম খুন এবং মিথ্যা মামলা করুক। বিএনপির সরকার পতনের আন্দোলন থামাতে পারবেনা। বরং আন্দোলন আরো বেগবান হবে। তিনি সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ আন্দালন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।