স্বেচ্ছাসেবক দল কর্মীর মৃত্যুতে সিরাজগঞ্জ জেলা বিএনপির কালো ব্যাজ ধারণ ও দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩২ পিএম, ১ আগস্ট,সোমবার,২০২২ | আপডেট: ০৯:২২ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
পুলিশের গুলিতে ভোলার স্বেচ্ছাসেবক দলনেতা আব্দুর রহিম নিহত হওয়ার প্রতিবাদে সোমবার সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে কালোব্যাজ ধারণ ও নিহত স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বাদ যহর সিরাজগঞ্জ শহরের পাঁচরাস্তা মোড় জামে মসজিদে সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হাসান তালুকদার রানার সভাপতিত্বে দোয়া মাহিফে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। এ সময় উপস্হিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান,সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান,প্রচার সম্পাদক আলমগীর হোসেন জুয়েল জেলা বিএনপি নেতা রফিকুল ইসলাম,কৃষকদল নেতা সুলতান তালুকদার সহ অন্যরা।
পরে পুলিশের গুলিতে স্বেচ্চাসেবক দল নেতা আব্দুর রহিম নিহত হওয়ার প্রতিবাদে ও স্মরণে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কালোব্যাজ ধারণ করে।
উল্লেখ্য গতকাল রবিবার সারাদেশে ভয়াবহ লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি পালন করার সময় ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম নিহত হওয়ার ঘটনায় কেন্দ্রীয় দুইদিনব্যাপী কর্মসূচী ঘোষনা করলে প্রথমদিন অতি বৃষ্টির কারণে জেলা বিএনপি গায়েবানা জানাজা নামাজের পরিবর্তে দোয়া মাহিফল ও কালোব্যাজ ধারণের কর্মসূচী পালন করে।