রংপুরে বিএনপির গায়বানাজানাজা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৮ পিএম, ১ আগস্ট,সোমবার,২০২২ | আপডেট: ০৯:৩০ পিএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ভোলার সমাবেশে পুলিশি হামলা ও গুলীবর্ষনের ঘটনায় দক্ষিণ দিঘলদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম গত রবিবার নিহত হন। তার জন্য দেশ ব্যাপী গায়বানা জানাজা কর্মসূচী ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই কর্মসূচীর অংশ হিসেবে রংপুরে মহানগর ও জেলা বিএনপির উদ্যগে আজ সোমবার সকাল সাড়ে ১১ টায় নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
মহানগর বিএনপি‘র আহ্বায়ক সামসুজ্জামান সামু, জেলা বিএনপি‘র আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু ও মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মহাফুজ উন নবী ডনসহ মহানগর বিএনপি, জেলা বিএনপি এবং এর সকল অঙ্গ.সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মি, সাধারণ মানুষ জানাজায় অংশ নেন। জানাজার নামাজে ইমামতি করেন জাতীয়তাবাদী জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মওলানা নরুল হক।