ভোলার আব্দুর রহিমের রক্তের শপথ নিয়ে সরকারের পতন ঘটানো হবে : ওয়ারেছ আলী মামুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১০ এএম, ১ আগস্ট,সোমবার,২০২২ | আপডেট: ০১:৪২ পিএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, ভোলার এই হত্যাকান্ডের ঘটনা ছিল সরকারের ঠান্ডা মাথায় খুনের পরিকল্পনা। সরকারের আজ পায়ের নিচে মাটি নেই। সরকার শুধু বিদ্যুৎ আর জ্বালানী খাতে নয়, প্রতিটি খাতে আজ চরম অব্যবস্থাপনা দেখা দিয়েছে। এই সরকার ব্যর্থ সরকারে পরিণত হয়েছে। ভোলার আব্দুর রহিমের যে রক্ত ঝড়িয়েছে তার শপথ নিয়ে আগামী দিনে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নিয়ে এই সরকারের পতন ঘটানো হবে।
আজ সোমবার দুপুরে শহরের স্টেশন রোডে বিএনপি কার্যালয়ের সামনের সড়কে ভোলা জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম ও শতাধিক নেতাকর্মী আহত হওয়ার প্রতিবাদে জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন।
জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল মোমেন আকন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম কর্ণেলের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আজাদ সওদাগর, সাহেদ আলী, নাজমুল হাসান সোহেল, সাখাওয়াত হোসেন টুটুল, উমর ফারুক লিমন প্রমুখ।