বান্দরবানে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪১ এএম, ১ আগস্ট,সোমবার,২০২২ | আপডেট: ১১:১১ পিএম, ৪ জানুয়ারী,শনিবার,২০২৫
সারাদেশে লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে গতকাল ৩১ জুলাই রবিবার বান্দরবান জেলা বিএনপির কার্যালয়ের সামনে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পার্বত্য বান্দরবান জেলা বিএনপির সভাপতি মিসেস মাম্যাচিং এর সভাপতিত্বে উক্ত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রমিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দীন।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমদ।
সমাবেশে বেলাল আহমদ বলেন, হাসিনা সরকারের রাষ্ট্রীয় লুটপাটে দেশ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। চারদিকে আজ শুধু হাহাকার। আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম?
তিনি সরকারের সীমাহীন ব্যর্থতা দূর্নীতির প্রসঙ্গ তুলে ধরে বলেন, রাষ্ট্রীয় মদদে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, শেয়ার বাজার ধ্বংস করা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের রির্জাভ লুটপাট করা হয়েছে রাষ্ট্রের এমন সীমাহীন লুটপাটে আজ দেশ দেওলিয়া হওয়ার দ্বারপ্রান্তে। তাই এ সরকার কে বিতাড়িত করতে না পারলে এ জাতির মুক্তি নাই। হাসিনা সরকার যত আগে বিদায় হবে ততই বাংলাদেশ রক্ষা পাবে।
তিনি আগামীর লড়াই সংগ্রামে সকলকে সকল বেদাবেধ ভুলে গিয়ে দূর্বার আন্দোলনে এ সরকারকে বিদায় জানানোর জন্য রাজপথে সক্রিয় থাকার আহবান জানান।