তত্বাবধায়ক ছাড়া কোন নির্বাচন নয়,
রাজশাহীতে বিএনপি’র প্রতিবাদ সমাবেশে : আব্দুস সালাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪০ পিএম, ৩১ জুলাই,রবিবার,২০২২ | আপডেট: ০৪:৪৬ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
বাংলাদেশে বিদ্যুতের অবস্থা সব থেকে লাজুক। সরকার ঘরে ঘরে বিদ্যুৎ দেয়ার নামে মিথ্যাচার করছে। কুইকরেন্টাল এর মাধ্যমে বিদ্যুতের ব্যবস্থা করায় দেশের শত শত কোটি টাকার দূর্নীতি হয়েছে। বিদ্যুৎ দেয়ার বাহবা নিতে গিয়ে কয়েকগুল বেশী দিয়ে বিদ্যুৎ কেনায় দেশের রিজার্ভ ফান্ড অনেক কমে গেছে বলে আজ রবিবার বিকেলে দেশের দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিদ্যুতের অস্বাভাবিক লোড শেডিং, সরকারের সীমাহীন দূর্নীতির প্রতিবাদে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি বিএনপি’র আহ্বায়ক, অবিভক্ত ঢাকা সিটির সাবেক ডেপুটি মেয়র ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম এই কথা বলেন।
প্রধান অতিথি বলেন, সরকার দেশকে তলাবিহিন ঝুড়তে পরিণত করেছে। দেশের টাকা বিদেশে পাচার করে সুইচ ব্যাংকে টাকার পাহাড় গড়েে তুলেছে। এই সরকারের এমপি, মন্ত্রী ও নেতাকর্মীরা বাড়ি গাড়ি করে নিয়েছে। শুধু তাই নয় এই সরকার মেয়ার বাজার ধ্বংশ করে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গ করে দিয়েছে। যে অবস্থা বিরাজ করছে শ্রীলংকার মত বাংলাদেশের অবস্থা হতে আর দেরী নাই বলে উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন, এই সরকার বিএনপিকে ভয় পায় বলে তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন দিতে ভয় পায়। শুধু তাইনয় বিএনপি নেতাকর্মীদের ভয়ে সমাবেশও করতে দিচ্ছেনা বলে জানান তিনি।
তিনি বলেন, এই সরকার দেশের মানুষকে মহাবিপদে রেখেছে। নিত্যপন্যের মূল্য অসহনীয় পর্যায় চলে গেছে। নিম্ন ও নিম্নমধ্যবিত্তরা সবে থকে খারাপ অবস্থায় পড়ে গেছে। এখণ ৪০-৫০হাজার টাকা আয় করেও সংসার পরিচালনা করা সম্ভব হচ্ছেনা। প্রতিদিন নিত্যপন্যের মূল্যবৃদ্ধিতে জনগণ হাপয়ে উঠেছে। এই অবস্থা আর জনগণ দেখতে চায়না উল্লেখ করে প্রধান অতিথি বলেন, বিএনপি বেগম জিয়াকে প্রধানমন্ত্রী বানানোর জন্য আন্দোলণ করছেনা। বরং দেশের মানুষকে এই অবৈধ সরকারের কবল থেকে বাঁচাতে আন্দোলন করে আসছে।
এই আন্দোলনে যেমন বাধা দিয়ে কোন লাভ হয়নি, তেমনি আগামীতের লাভ হবেনা। কারন বিএনপি জনগণের দল। এই সব নির্যাতন ও অত্যাচার থেকে দেশের মানুষকে বাঁচাতে একদফা দাবী নিয়ে সামনে সরকার পতনের আন্দোলণ শুরু হবে। এই আন্দোলনে সকলকে অংশগ্রহন করার আহ্বান জানান। সেইসাথে রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন প্রধান অতিথি।
চলতি মাসের ৩১ তারিখ রোববার অনুষ্ঠিত হবে। রাজশাহীর ঐতিহাসিক ভুবনমোহনপার্কে বিকেলে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। এ লক্ষে শুক্রবার বিকেলে মালোপাড়াস্থ্য বিএনপি কার্যালয়ে রাজশাহী জেলা বিএনপি’র আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সদস্য এডভোকেট মতিউর রহমান মন্টু, জেলা বিএনপি’র সাবেক সভাপতি তোফাজ্জল হেসেন তপু, রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, সৈয়দ মুহাম্মদ মহসিন, জাহান পান্না ও অধ্যাপক আব্দুস সামাদ।
জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন, রায়হানুল আলম রায়হান ও তাজমুল তান টুটুলের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র রোকনুজ্জামান আলম, অধ্যাপক আব্দুর রাজ্জাক, ডি এম জিয়াউর রহমান, শেখ মকবুল হোসেন, আলী হোসেন, শাহাদত হোসেন, আবু হেনা কামরুজ্জামান, আমিনুল হক মিন্টু, তোফায়েল হোসেন রাজু, জাকিরুল ইসলাম বিকুল, মহানগর বিএনপি’র যুগ্ম, আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক, জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান সজন, সদস্য সচিব রেজাউল করিম টুটুল, যুগ্ম, আহ্বায়ক রবিউল ইসলাম কুসুম, স্বেচ্ছাসবেক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর স্বেচ্ছাসবেক দলের সভাপতি জাকির হোসেন রিমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান লিটন।
আরো উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট সামসাদ বেগম মিতালী, সাধারণ সম্পাদক সৈয়দা রোমেনা হোসেন, জেলা তাঁতী দলের সভাপতি কুতুব উদ্দিন বাদশা, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম জুম্মা, মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি ও জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার আলম বিপুলসহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, যুগ্ম আহাবায়ক ও সদস্য সচিবগণ উপস্থিত ছিলেন।