শেখ হাসিনা উন্নয়নের নামে জনগণের হাতে হেরিকেন দিয়েছে : আবুল কালাম সিদ্দিকি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৪ পিএম, ৩১ জুলাই,রবিবার,২০২২ | আপডেট: ০৮:০১ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
শেখ হাসিনা উন্নয়নের নামে জনগণের হাতে হেরিকেন দিয়েছে। শেখ হাসিনার সরকার টাল মাটাল হয়ে গেছে। গণ বিক্ষোভে যে কোন সময় এই সরকারের পতন হতে পারে। বিদুৎ সহ সকল ক্ষেত্রে সরকারের লোকজন কোটি কোটি টাকা লুটপাট করে দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। তাই সরকার ভয় পেয়ে আগামী সংসদ নির্বাচন নিয়ে আবোল তাবল কথা বলছে। সরকারের মন্ত্রীরা জেনে গেছে তাদের পায়ের নীচের মাটি সরে গেছে। রাজনৈতিক ভাবে আওয়ামীলীগ দেউলিয়া হয়ে গেছে। তারা পুলিশ দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপিকে মোকাবিলা করছে।
বিএনপির শিশু বিষয়ক সম্পাদক টাঙ্গাইলের সাবেক এমপি আবুল কালাম সিদ্দিকি আজ রবিবার বিকালে নগরীর গ্রান্ডহোটেল মোড়ে রংপুর জেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব আনিছুর রহমান লাকুর সঞ্চলনায় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলাহাজ্ব আফছার আলী, টাঙ্গাইল জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ, রংপুর জেলা বিএনপির সদস্য সাখাওয়াত হোসেন সাহান, এমদাদুল হক ভরসা, অ্যাডভোকেট সফি কামাল, নাজমুল আলম নাজু, রাশেদুন্নবী বিপ্লব, ওয়াহেদুজ্জামান মাবু, হারুন অর রশিদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক লিটন পারভেজ, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রাকিব হাসান, সহ-সভাপতি আনোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরীফ নেওয়াজ জোহা, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক ময়েন উদ্দিন, জেলা ওলামা দলের আহবায়ক মাওঃ ইনামুল হক মাজেদী প্রমুখ।
সমাবেশে সভাপতির বক্তব্যে সাইফুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতনের দিন শেষ হয়ে আসছে। আগামী নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত করার বিকল্প নাই। দেশের মানুষের অধীকার ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে।এই আন্দোলনে জনগণের বিজয় হবে। অতীতে যে ভাবে স্বৈরাচার বিরোধী আন্দোলনে জনতার বিজয় অর্জন করেছে। দেশের মানুষ এই স্বৈরাচার সরকারের অপশাসন লুটপাটে অতিষ্ট হয়ে উঠেছে। তাদের লুট তারাজের কারনে সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের এই লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষ এখন দুঃখ কষ্টে আছে। এদের হাত থেকে দেশ ও মানুষ বাচাঁতে জনগণকে সাথে নিয়ে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে। আমাদের মা বেগম জিয়াকে মুক্ত করতে হবে। আমাদের প্রিয় নেতা বাংলাদেশের আগামীর রাস্ট্রনায়ক তারেক রহমান কে দেশে বীরের বেশে ফিরিয়ে আনতে হবে।