দুর্নীতিগ্রস্ত সরকারকে অচিরেই বিদায় করা হবে : আবুল খায়ের ভূঁইয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২৭ পিএম, ৩১ জুলাই,রবিবার,২০২২ | আপডেট: ০৫:২৩ পিএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
সারাদেশে লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আজ রবিবার সকাল ১০ টায় নাছিমন ভবনস্থ মাঠে আয়েজিত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসন কাউন্সিলের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেন, দেশের রন্ধ্রে রন্ধ্রে বিস্তার করেছে দুর্নীতি। নির্বাচন ব্যবস্থাসহ দেশের প্রতিটি দপ্তরকে ধ্বংস করেছে সরকার। শতভাগ বিদ্যুতের উৎসব করে সরকার জাতির সাথে চরম প্রতারণা করেছে। শতভাগ বিদ্যুৎ দেয়ার অংগীকার করে বিদ্যুতের পরিবর্তে জনগণের হাতে হারিকেন তুলে দিয়েছেন। এসব থেকে পরিত্রাণের জন্য দুর্নীতিগ্রস্ত সরকারকে অচিরেই বিদায় করা হবে।
প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী বলেন, দ্রুত লোডশোডিং কমিয়ে জনজীবনে স্বস্তি দিন। জ্বালানী তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামের উর্ধ্বগতিতে দিশেহারা জাতি। খুব দ্রুত সময়ে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের ব্যবস্থা করে জাতিকে মুক্তি দিন।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও নগর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান বলেন, দেশের মানুষ চরম কষ্টে দিন যাপন করলেও সরকার দলীয় এমপি মন্ত্রীদের বক্তব্যে সকলেই হতাশ। ক্ষমতাকে দীর্ঘাস্থায়ী করার জন্য মরিয়া আওয়ামীলীগ। দায়িত্বজ্ঞানহীন কান্ডে অবাক দেশের মানুষ। অচিরেই গণতন্ত্র পুন:রুদ্ধার হবে ইনশাআল্লাহ।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সদস্য সচিব মোস্তাক আহমদ খানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য যথাক্রমে পটিয়া উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মো. এনামুল হক এনাম, চন্দনাইশ উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার চৌধুরী, কর্ণফুলী বিএনপির আহবায়ক এস এম মামুন মিয়া, সাতকানিয়া উপজেলা বিএনপির আহবায়ক জামাল হোসেন, আনোয়ার উপজেলা বিএনপির সদস্যসচিব লায়ন হেলাল উদ্দিন, বোয়ালখালী উপজেলা বিএনপির আহবায়ক হাজী মো. ইসহাক চৌধুরী, বাঁশখালী উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান মো: লোকমান, আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরী।
উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবদুল গাফ্ফার চৌধুরী, নুরুল কবীর, অধ্যাপক এহসান মৌলা, বাঁশখালী উপজেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী, চন্দনাইশ উপজেলা বিএনপির সদস্য সচিব আ. ক. ম. মোজাম্মেল হক, সাতকানিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম রসুল মোস্তাক, কর্ণফুলী উপজেলা বিএনপির সদস্য সচিব হাজী মো: ওসমান, বোয়ালখালী পৌরসভা বিএনপির আহবায়ক শহীদুল্লাহ চৌধুরী, সদস্য সচিব ইউসুফ চৌধুরী, বাঁশখালী পৌরসভা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম আইয়ুব, সাতকানিয়া পৌরসভা বিএনপির আহবায়ক শওকত আলী চৌধুরী, সদস্য সচিব আবদুর রহিম।
আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো: শাহজাহান, কৃষক দলের আহবায়ক এস এম সাইফু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. শহিদুল আলম শহিদ, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুন নাইম রিকু, জেলা ওলামা দলের আহাবয়ক মাওলানা মো. ফোরকান, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মহসিনসহ প্রমুখ।