বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতি প্রতিবাদে শেরপুরে বিএনপির বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০৭ পিএম, ৩১ জুলাই,রবিবার,২০২২ | আপডেট: ০৭:৫০ এএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
সারাদেশে নজিরবিহীন লোডশেডিং এবং জ্বালানি খাতে দুর্নীতির প্রতিবাদে শেরপুর জেলা জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বিকেল ৪টায় শহরের বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে এসে সমাবেশে অংশ নেয়।
সমাবেশে জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় সহ: জ্বালানী ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: হযরত আলী, সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুল হক, ফজলুল হক লাভলু, এসএম শহিদুল ইসলাম ভিপি, যুগ্ম-সাধারণ সম্পাদক আওয়াল চৌধুরী, অ্যাডভোকেট আতাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আক্রামুজ্জামান রাহাত, শহর বিএনিপর সভাপতি প্রভাষক মামুনুর রশীদ পলাশ, সাধারণ সম্পাদক আবু রায়হান রুপম, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ আলী, যুগ্ম-আহ্বায়ক আমিনুল ইসলাম শিপন, জেলা যুবদলের সভাপতি সফিকুল ইসলাম মাসুদ, সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক মামুন, জেলা ছাত্রদলের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক নিয়ামুল ইসলাম আনন্দসহ প্রমুখ। এসময় বিএনপির সকল অঙ্গদলের নেতকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান বাবুল তার বক্তব্যে বলেন, ‘১৫ বছর ধরে দেশের মানুষের ওপর চেপে বসে আছে এই সরকার। তারা জনগণের অধিকার থকে বঞ্চিত করে আসছে। আজকে প্রতিটি জিনিসের দাম আকাশ ছোঁয়া। মানুষ চাল, ডাল, তেল কিছুই কিনতে পারছে না। তারা বলেছিলো, বিদ্যৎ মানুষ নিতে চাবে না। আর মানুষ এখন বিদ্যুৎ পাচ্ছেনা। এটাই হলো তাদের মিথ্যাচারের বহিঃ প্রকাশ। এই অবস্থায় আমরা বসে থাকতে পারি না। বিএনপি স্বাধীনতার পক্ষের একটি দল। সে কারণে আমাদেরকেই দেশের দুর্দিনে সামনে এসে দাঁড়াতে হবে। সব শ্রেণি পেশার লোকদের ঐক্যবদ্ধ করে আমরা এই তাবেদার সরকারকে সরিয়ে জনগণের সরকার
প্রতিষ্ঠা করব।