লোডশেডিং আর জ্বালানী খাত নয় সর্বক্ষেত্রেই সরকারের অব্যবস্থাপনা : লুৎফুর রহমান কাজল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪৮ পিএম, ৩১ জুলাই,রবিবার,২০২২ | আপডেট: ১০:৪৯ পিএম, ৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
রাঙ্গামাটি জেলা বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রধানকালে কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল বলেন, দেশে শুধু লোডশেডিং আর জ্বালানী খাতে নয় সর্বক্ষেত্রেই এই সরকারের অবহেলা আর অব্যবস্থাপনা, আজকে দেশের কোনো খাতেই কোনো ধরনের ব্যবস্থাপনা নেই, দেশ এখন শ্রীলঙ্কার চেয়ে খারাপ অবস্থায় আছে।
লুৎফুর রহমান কাজল আরো বলেন, দেশ এখন আর দেশ নেই দেশের তলা ছুঁটে গেছে, বর্তমান সরকারের ভয়াবহ লুটপাট ও দুর্নীতির কারণে দেশের বিদ্যুৎ ব্যবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে। অর্থনৈতিক অবস্থা ভেঙ্গে পড়ছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি থামছে না। এখন সরকারের মন্ত্রীরা দেশের এই টালমাটাল অবস্থা আড়াল করতে বিরোধী দলের সমালোচনাকে গুজব বলে মন্তব্য করছে। দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না মন্তব্য করে বিএনপির কেন্দ্রীয় নেতা বলেন সরকারের সময় ফুরিয়ে এসেছে, জনগণ ফুসেঁ উঠছে। অচিরেই এ সরকারের বিদায় ঘন্টা বেঁজে উঠবে, দেশের জনগণকে এখনই রাস্তায় নামতে হবে এই সরকারকে হটিয়ে দেশ এবং দেশের মানুষকে মুক্ত করতে হবে।
আজ রবিবার (৩১ জুলাই) রাঙ্গামাটি জেলা বিএনপি কার্যালয়ে সারাদেশে লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে এবং রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. মামুনুর রশীদ মামুনের সঞ্চালনায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক এ্যাড. দীপেন দেওয়ান, সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান সহ রাঙ্গামাটি জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।