বর্তমান সরকার মিথ্যাচারের মাধ্যমে ক্ষমতায় টিকে আছে : ডা. রফিকুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৯ এএম, ৩১ জুলাই,রবিবার,২০২২ | আপডেট: ০৪:১২ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার মিথ্যাচারের মাধ্যমে ক্ষমতায় টিকে আছে। আর লুটপাটের অংশ হিসেবে তাদের মেগা প্রজেক্ট। তাদের নেতৃত্বে দেশে শ্রীলঙ্কার মতো বড় বড় প্রকল্প করে বড় ধরনের লুটপাট চলছে। বর্তমান আওয়ামী লীগ সরকারের নানা দুর্নীতিতে বাংলাদেশের মানুষ অতিষ্ঠ। সরকারের লুটপাট ও দুর্নীতির কারণে দেশের বিদ্যুৎ ব্যবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে। ভেঙ্গে পড়েছে অর্থনৈতিক অবস্থা। তাই বর্তমান সরকারের জুলুম, নির্যাতন ও অত্যাচারের হাত থেকে দেশের জনগণকে রক্ষা করতে হবে। এজন্য বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
আজ রবিবার সকালে "সারাদেশে লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থাপনার" প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শরীয়তপুর জেলা বিএনপির আয়োজনে আংগারিয়া বাজার এলাকায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সরকার দেশে মেগা প্রকল্পের নামে বিদ্যুতের টাকা ও গ্যাসের টাকাসহ জনগণের টাকা বিদেশে পাঁচার করছে। তবে মিথ্যা গল্প সাজিয়ে আর প্রকৃত ঘটনা আড়াল করা যাবে না। দেশের মানুষকে বোকা বানানো যাবে না। সরকারের সময় ফুরিয়ে এসেছে। ফুঁসে উঠছে জনগণ। অচিরেই এ সরকারের বিদায় ঘণ্টা বেজে উঠবে।
শরীয়তপুর জেলা বিএনপি'র সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান কিরনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক, সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু, জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ও তরুন দলের কেন্দ্রীয় আহবায়ক আলহাজ্ব সাঈদ আহমেদ আসলাম।
এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপি'র সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল হক মোল্যা, বিএম হারুন অর রশীদু, পৌরসভার সাধারণ সম্পাদক সামসুল হক ঢালী, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সী, সদর উপজেলার সাবেক সভাপতি আকতার হোসেন মাঝী, সখিপুর থানার সাধারণ সম্পাদক কামরুল হাসান রাজিব সরদার, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাহবুব আলম খায়ের, ডামুড্যা উপজেলার সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান সৈকত, ছাত্রদল নেতা পান্থ তালুকদার সহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।
সমাবেশে জেলা বিএনপি'র সভাপতি শফিকুর রহমান কিরন বলেন, বর্তমান সরকার দেশে সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। তাই ভোটের অধিকার ফিরিয়ে এনে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দেশের মানুষকে দুর্ভোগ থেকে বাঁচাতে হবে। তাই সকলকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে।
সমাবেশে জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দীন কালু বলেন, ক্ষমতাসীনদের নানান নির্যাতনে জনগন অতীষ্ট। তাই সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে দলের হয়ে কাজ করতে হবে।
সমাবেশে জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম বলেন, দেশবাসী বর্তমান সরকারের নানান অত্যাচারে শিকার। তাই বিএনপিকেই জনগণকে রক্ষা করতে হবে। আর দেশের মানুষ এখন নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন চায়। এলক্ষ্যে সব গণতান্ত্রিক দল ও মানুষকে ঐক্যবদ্ধ করে গণআন্দোলন গড়ে তুলতে হবে। আর দেশের সকল রাজবন্দীদের অবিলম্বে মুক্তি দিতে হবে।