ভোলায় পুলিশের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিমের মৃত্যুতে কর্মসূচি ঘোষনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪১ এএম, ৩১ জুলাই,রবিবার,২০২২ | আপডেট: ০৪:৩৭ পিএম, ৮ জানুয়ারী,
বুধবার,২০২৫
সারাদেশে নজীরবিহীন লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে বিএনপি'র কেন্দ্র ঘোষিত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত ভোলা জেলাধীন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিমের মৃত্যুতে আগামীকাল ০১ আগষ্ট ২০২২, সোমবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সহ দেশব্যাপী সকল জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য আহবান জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোস্তাফিজুর রহমান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।