জাতীয় সংসদ আমলা ও দুর্নীতিবাজ দ্বারা নিয়ন্ত্রিত : ন্যাপ ভাসানী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৪৩ পিএম, ৩০ জুলাই,শনিবার,২০২২ | আপডেট: ০৯:০২ এএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
বর্তমানে জাতীয় সংসদ আমলা ও দুর্নীতিবাজ দ্বারা নিয়ন্ত্রিত। সরকারী আমলা ও পেটুয়া বাহীনির দুর্নীতি ও লুটপাটের কারণে দেশের আপমর জনগণ আজ দুর্বিসহ জীবনযাপন করছে। বর্তমান প্রেক্ষাপটে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মতো নেতা প্রয়োজন ছিল। যার কোনো টাকা পয়সা বা ক্ষমতার লোভ ছিল না। তার জীবনে একটাই লক্ষ্য ছিলো দেশ এবং জনগনের উন্নয়ন।
আজ শনিবার (৩০ জুলাই) দুপুরে পুরানা পল্টনস্থ এনডিএফর কেন্দ্রীয় কার্যালয়ে ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ ভাসানী’র ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।
নেতৃবৃন্দ বলেন, দিনদিন অপ্রত্যাশিতভাবে বিদ্যুৎ ও জ্বালানীর দাম ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এতে জনগণ হিমশিম খাচ্ছে। পাশাপাশি সম্প্রতি লোডশেডিং বৃদ্ধি পাওয়ায় জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছে। এক কথায় বিদ্যুৎ ও জ্বালানীখাতে জণগনকে প্রত্যাশিত সেবা দিতে সরকার সম্পূর্ণ ব্যর্থ।
ন্যাপ ভাসানীর ৬৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতৃবৃন্দ বলেন, মওলানা ভাসানী প্রতিষ্ঠিত ন্যাপ ভাসানী সব সময়ই অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার ছিল। রাজনৈতিক জীবনে তিনি অনেক পরিচ্ছন্ন ব্যক্তি ছিলেন। তিনি ক্ষমতার জন্য নয়, রাজনীতি করেছেন মানুষের কল্যাণে। সেই জন্য এখনো তার জনপ্রিয়তা সবখানে। এই নির্মোহ জননেতার কাছ থেকে আমাদের রাজনীতিবিদদের অনেক শেখার আছে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে মওলানা ভাসানীর মতো নেতার খুব প্রয়োজন।
তারা আরো বলেন, স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং গণতন্ত্র সুরক্ষায় মওলানা ভাসানী যুগ যুগ ধরে আমাদেরকে প্রেরণা জোগাবে, দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। আজকে ন্যাপ ভাসানীর ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই শুভ দিনে মওলানা ভাসানীর আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিবেদিত হয়ে কাজ করতে হবে।
ন্যাপ ভাসানীর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই সরকার এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)'র মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই মন্ডল, জাগপার সভাপতি এ কে এম মহিউদ্দিন আহাম্মেদ (বাবলু), এনপিপির প্রেসিডিয়াম সদস্য সদস্য মোঃ ইদ্রিস চৌধুরী, শেখ আবুল কালাম, মোহাম্মদ আনিসুর রহমান দেওয়ান, সৈয়দ মাহমুদুল হক আক্কাছ। ন্যাপ ভাসানীর মহাসচিব জহুরুল ইসলাম এর সঞ্চালনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ন্যাশনাল পিপলস শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা লুৎফুর রহমান।