এ বছর বর্তমান সরকারের শেষ বছর : দুদু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০৭ পিএম, ৩০ জুলাই,শনিবার,২০২২ | আপডেট: ১১:৩১ পিএম, ৮ জানুয়ারী,
বুধবার,২০২৫
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এ বছর হবে পরিবর্তনের বছর। এ বছর বর্তমান সরকারের শেষ বছর। এ বছর নতুন একটি পতাকা উড়বে। যে পতাকা সাম্যের পতাকা। তিনি বলেন, তারেক রহমান যোগ্য মায়ের যোগ্য সন্তান। আমরা তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেব।
আজ শনিবার (৩০ জুলাই) বিদ্যুৎ ও জ্বালানি খাতের অব্যবস্থাপনার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
নারায়ণগঞ্জ শহরের চাষাড়া শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর সেন্টু, আতাউর রহমান মুকুল, অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, অ্যাড. জাকির হোসেন, আবু আল ইউসুফ খান টিপুসহ বিএনপি নেতারা বক্তব্য রাখেন।
শামসুজ্জামান খান দুদু বলেন, প্রথমবার জেনারেল মইন ইউ আহমেদের নাম শোনা যায়, এটা একটা মুনাফাখোর। বিএনপি তাকে সেনাপ্রধান করেছিল। সেই মইন ইউ আহমেদ কোথায় এখন। প্রথমে সেনাবাহিনীর ঘাড়ে চেপে এসেছিলেন, দ্বিতীয়বার তো ইলেকশনই হয়নি। ১৫৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে নির্বাচিত হলেন।
তিনি বলেন, ‘গ্যাস নেই খাবার নেই- এটা কী সহ্য করা যায়। আমার মনে হয় ডিসেম্বর নাগাদ এই সরকার হয়তো আর থাকতে পারবে না। যে সরকার খাবার দিতে পারে না, জীবন রক্ষা করতে পারে না, ইজ্জত রক্ষা করতে পারে না। যে সরকার মুসল্লিদের সাথে তামাশা করে। এটা বাংলাদেশ। আমরা এক সাগর রক্তের বিনিময়ে অধিকার অর্জন করেছি। মানুষ জীবন দিয়েছে তারপর এ দেশ অর্জন করেছি।’
তিনি আরো বলেন, ‘হাজার হাজার কোটি টাকা দিয়ে বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে, সবগুলোর মালিক আওয়ামী লীগাররা। কাগজে বেরিয়েছে বিদ্যুৎ না দিলেও ক্যাপাসিটি চার্জ দিতে হবে। বিদ্যুৎ দিবেন না ক্যাপাসিটি চার্জ কেন দেব। বিদ্যুৎও প্রিপেইড করেছেন। আগে টাকা নিয়ে বিদ্যুৎ দিবেন না কেন?’
‘আপনি তারেক সাহেবকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বিদেশে রেখেছেন। বেগম জিয়াকে মিথ্যা মামলায় জেলে রেখেছেন। একেবারে বিদ্বেষপূর্ণ একটা পরিবেশ। এই বাংলাদেশের জন্য শহীদ জিয়া থেকে শুরু করে লাখ লাখ মুক্তিযোদ্ধা যুদ্ধ করেছেন। অনেক পরিবার তাদের আশ্রয় দিতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছে। আজ আওয়ামী লীগ ছাড়া কেউ স্বাধীন নয়। তারা রাস্তা থেকে মেয়েদের তুলে নিয়ে যায়। ফরিদপুরে এক ভাই ছাত্রলীগের সভাপতি, এক ভাই যুবলীগের সভাপতি। তাদের দুই হাজার কোটি টাকা পাচারের বিচার হয় না। অথচ বেগম জিয়ার মিথ্যা মামলায় সাজা হয়।’
দুদু বলেন, ‘বেগম জিয়া কখনো কোনো নির্বাচনে পরাজিত হননি। তাকে জেলে রেখেছেন। অথচ জেনারেল আজিজের ভাই ফাঁসির আসামি, তার সাজা মওকুফ করেছেন। কেউ জানে না। সে দেশের বাইরে যাওয়ার পর সবাই জেনেছে। এটা একটা দেশ। আপনি তাকে ক্ষমতার জোরে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছেন। আর বেগম জিয়ার মতো মানুষ আজ বিনা বিচারে জেলখানায়। একজন সাবেক শিক্ষামন্ত্রী আজ ফাঁসির আসামি। ইলিয়াস সাবেক এমপি এমন একজন লোককে ধরে নিয়ে গেলেন, আজ পর্যন্ত সে ফিরে আসেনি। কী অদ্ভুত একটা দেশ।’
তিনি আরো বলেন, ‘আপনি বলেন, আপনি পদ্মা সেতু বানিয়েছেন। এত বড় সাফল্য, তাহলে কেয়ারটেকার সরকার দেন না কেন। সুষ্ঠু ভোট দিচ্ছেন না কেন।’