দেশ আবার ৭৪‘এর দূর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছে : মেজর হাফিজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫৭ পিএম, ৩০ জুলাই,শনিবার,২০২২ | আপডেট: ০৯:৪০ এএম, ৭ জানুয়ারী,মঙ্গলবার,২০২৫
বিএনপি‘র ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, যত দিন এই সরকার ক্ষমতায় থাকবে ততোদিন লোড শেডিং এ ভুগতে হবে। দেশ আবার ৭৪‘এর দূর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছে। সরকার আওয়ামীলীগ নেতাকর্মিদের কুইক রেন্টাল বিদৎ এর নামে ৫৪ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে জনগন কে চরম দূর্ভোগে ফেলেছে। দেশের বিদুৎ ব্যবস্থা নষ্ট কওে ফেলেছে। ঘন ঘন লোডশেডিং দিয়ে জনগন কে নানা বিধ সমস্যার মধ্যে রেখেছে। এমনিতেই দ্রব্য মূল্যের লাগাম হীন উর্দ্ধগতির চাপে জন জীবন দূর্বিসহ করে তুলেছে। তার উপর বিদুৎএর লোড শেডিং মরার উপর খরার ঘাঁ।
তিনি বলেন, দেশের বিশ্ববিদ্যালয় গুলোতে আজ ছাত্রলীগের পান্ডাদের হাতে সাধারন ছাত্রীদের লাঞ্চিত হতে হচ্ছে। বাংলার ছাত্র-জনতা-শ্রমিক সৈনিক সকলেই শহীদ জিয়ার নেতৃত্বে আমরা যুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছি। এটা আওয়ামীলীগের একার দেশ নয় এটা আমাদের ১৬ কোটি মানুষের দেশ। এ দেশে আর আওয়ামী লীগের নির্যাতন জুলুম বরদাশত করা হবে না। এ জন্য ছাত্র যুবক দের রাজ পথে আওয়ামীলীগ জুলুমবাজ দখলবাজ সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিতে হবে।জনগনের দুঃখ কষ্ট লাঘবে দ্রুত এই সরকার কে বিদায় দিতে হবে।
আজ শনিবার (৩০ জুলাই) বিকালে রংপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি‘র বিশাল বিভাগীয় প্রতিবাদ সমাবেশে সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রংপুর মহানগর বিএনপি‘র আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি‘র সহ সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভগি) আব্দুল খালেক, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। রংপুর মহানগর বিএনপি‘র সদস্য সচিব এডভোকেট মাহাফুজ উন নবী ডনের সঞ্চলনায় আরো বক্তব্য রাখেন, বিএনপি‘র সদস্য সুলতান আলম বুল বুল, মির্জা বাবর বাবলু, আব্দুস সালাম, নাজমুল আলম নাজু, আরজানা সালেক, শাহনেওয়াজ লাবু, সাহেদ ইকবাল, জীম ও সুমন প্রমূখ।
এর আগে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা কর্মিরা পুলিশের বাধাঁ অতিক্রম করে মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসে।