গাজীপুরে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২৮ পিএম, ৩০ জুলাই,শনিবার,২০২২ | আপডেট: ০৬:০৭ এএম, ২ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
সারাদেশে অসহনীয় লোডশেডিং ও জ্বালানি খাতের অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে গাজীপুর মহানগর বিএনপি।
আজ শনিবার (৩০ জুলাই) বিকাল ৩টায় রাজবাড়ী রোডস্থ দলীয় কার্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র সহ-সভাপতি আব্দুল্লাহ আল নোমান বলেছেন, দেশের মানুষকে বাঁচাতে আন্দোলনের বিকল্প নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাহিরে থাকলে বর্তমান মাফিয়া সরকার বহু আগেই বিদায় হয়ে যেতো। দেশনেত্রীর এই শূণ্যতা তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে নিতে হবে।
গাজীপুর মহানগর বিএনপি’র আহ্বায়ক সালাহউদ্দিন সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব সোহরাব উদ্দিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা হাসান উদ্দিন সরকার, ডাক্তার মাজহারুল আলম, শওকত হোসেন সরকার, আহমেদ আলী রুশদী, হান্নান মিয়া হান্নু, এ্যাড. আব্দুস সালাম শামীম, মাহবুব আলম শুক্কুর, সুরুজ আহমেদ, জয়নাল আবেদীন তালুকদার, পাপ্পু সরকার, আসাদুজ্জামান কিরন, হুমায়ুন কবীর সাজু, মাহামুদুল হাসান রাজু, রাশেদুল আলম, শাহাদাৎ হোসেন শাহীন, জাহাঙ্গীর আলম প্রমুখ।
এতে আরোও উপস্থিত ছিলেন মেহেদী হাসান এলিস, বসির আহমেদ, হাসান আজমল ভূইয়া, তানভীর আহমেদ, সাংবাদিক দেলোয়ার হোসেন, আব্দুল মোমেন, আব্দুর রহিম কালা, তাইজুদ্দিন তাজু, এ্যাড. মনির হোসেন, এ্যাড. সাইফুল ইসলাম মোল্লাসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।