বিএনপি নেতা টি এস আইয়ুবকে গ্রেফতারের প্রতিবাদে মির্জা ফখরুলের নিন্দা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৭ পিএম, ৩০ জুলাই,শনিবার,২০২২ | আপডেট: ০৬:২৩ পিএম, ৮ জানুয়ারী,
বুধবার,২০২৫
গতকাল রাত ১২ টায় যশোরের বাঘারপাড়া হতে মিথ্যা মামলায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টি এস আইয়ুবকে পুলিশ গ্রেফতার করে। আজ জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। ইঞ্জিনিয়ার টি এস আইয়ুবকে গ্রেফতার ও কারাগারে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে রাষ্ট্রক্ষমতা দখল করে আওয়ামী সরকার দীর্ঘকাল দেশে স্বৈরাচারী শাসন কায়েম রাখতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও গ্রেফতার করে কারান্তরীণ করতে বেপরোয়া হয়ে উঠেছে।
তিনি বলেন, বিরোধী দলের নেতাকর্মীদেরকে গ্রেফতার করা যেন সরকারের রুটিন কর্মসূচিতে পরিণত হয়েছে। বিরামহীন গতিতে বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক কাহিনী তৈরী করে মামলা দায়ের করা এবং গ্রেফতার করে কারাগারে নিক্ষেপের মূল লক্ষ্যই হচ্ছে জনগণের ওপর শোষণ-নির্যাতন অব্যাহত রাখা। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টি এস আইয়ুবকে গ্রেফতার ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনা বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর বর্তমান অবৈধ সরকারের চলমান নিপীড়ণ-নির্যাতনেরই অংশ। সরকার মানুষের মর্যাদা, মানবতা ও নাগরিক স্বাধীনতাকে পদদলিত করছে শুধুমাত্র একদলীয় কর্তৃত্ব চিরস্থায়ী করার জন্যই। তবে আওয়ামী দুঃশাসন অবসানের আলামত ইতোমধ্যেই ফুটে উঠতে শুরু করেছে। এই সরকার আর বেশিদিন ক্ষমতা ধরে রাখতে পারবে না। জনগণের বিজয় হবেই।
বিএনপি মহাসচিব অবিলম্বে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব এর বিরুদ্ধে দায়েরকৃত অসত্য মামলা প্রত্যাহার এবং তার নি:শর্ত মুক্তির জোর দাবি জানান।
এছাড়া জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল পৃথক বিবৃতিতে মিথ্যা মামলায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টি এস আইয়ুবকে গ্রেফতার এবং তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, "বিএনপি'র বিপুল জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের এবং গ্রেফতারের মাধ্যমে কারান্তরীণ ও জুলুম নির্যাতনের কর্মসূচি হাতে নিয়েছে সরকার। সরকারের এ ধরনের কর্মকান্ডের উদ্দেশ্যই হলো দেশে চরম নৈরাজ্যকর অবস্থা সৃষ্টির মাধ্যমে দেশকে গভীর সংকটে নিপতিত করে রাষ্ট্রক্ষমতা জোরজবরদস্তি মূলকভাবে কুক্ষিগত রাখা। তবে বর্তমান নজীরবিহীন দুঃশাসনের কবল থেকে মুক্তি পেতে জনগণের সম্মিলিত শক্তি এখন ঐক্যবদ্ধ। দেশজুড়ে চলমান গুম, খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যাকান্ড, মিথ্যা মামলা দায়ের, গ্রেফতার, অনাচার-অবিচার, লুটপাট, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, সারাদেশে নজীরবিহীন লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থাপনা এবং দুর্নীতিতে দেশের মানুষ এখন দিশেহারা। বর্তমান সরকারের নির্দয় শাসন এবং সকল অপকর্ম ও অপকৌশল রুখে দিতে দেশবাসীকে আহবান জানাই। আমরা অবিলম্বে ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব এর বিরদ্ধে দায়েরকৃত বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির জোর দাবি করছি।"