শফিউল বারী বাবু'র মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গলে দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০১ এএম, ৩০ জুলাই,শনিবার,২০২২ | আপডেট: ০১:২২ পিএম, ৪ জানুয়ারী,শনিবার,২০২৫
জাতীয়তাবাদী সেচ্ছাসেবকদলের সাবেক বিপ্লবী সভাপতি, সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সফল সাধারণ সম্পাদক মরহুম শফিউল বারী বাবু এর ২য় মৃত্যু বার্ষিকীতে উনার রুহের মাগফেরাত কামনায়, শ্রীমঙ্গল উপজেলা পৌর সেচ্ছসেবক দলের উদ্যোগে মিল্লাদ মাহফিল ও দোয়া আয়োজন করা হয়েছে।
গতকাল শুক্রবার (২৯ জুলাই) বাদ আসরের নামাজের পর একটি রেষ্টুরেন্টে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আশরাফ উদ্দিন জাহাঙ্গীর। উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামরুল হাসান, যুগ্ম আহবায়ক মোঃ লুলু আহমেদ, মোঃ সাগর আহমেদ, মোঃ সোহাগ আহমেদ।
পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ জুয়েল আহমেদ, পৌর সেচ্ছাসেবক সদস্য মোঃ রিফাত, মোঃ শামীম, মোঃ এমদাদ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন পৌর যুবদল নেতা মোঃ নাইম আহমেদ। শ্রীমঙ্গল উপজেলা তাঁতি দলের যুগ্ম সম্পাদক মোঃ রহিম সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।