চাটমোহরে শফিউল বারী বাবু'র শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫৭ এএম, ৩০ জুলাই,শনিবার,২০২২ | আপডেট: ০৪:২৭ পিএম, ১০ জানুয়ারী,শুক্রবার,২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের বিশ্বস্থ নেতৃত্ব, স্বেচ্ছাসেবক দলকে গতিশীল করার অন্যতম কারিগর জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবু'র ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাবনার চাটমোহর উপজেলা স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৫টায় চাটমোহর উপজেলা বিএনপি‘র আহবায়ক সাবেক এমপি কে. এম আনোয়ারুল ইসলামের বাসভবনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রেজাউল সরকার দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্বে করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাটমোহর উপজেলা বিএনপি‘র আহবায়ক সাবেক এমপি কে. এম আনোয়ারুল ইসলাম।
আলোচনা সভা ও দোয়া মাহফিল সঞ্চলনা করেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান লেবু।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুর রহিম কালু, আলো মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক রবিউল সরকার, মোঃ সোহেল রানা, নাহিদ, উজ্জ্বল, খোকন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোন্তাজ উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফুলচাঁদ মিয়া, উপজেলা যুগ্ন-আহবায়ক একরামুল হক মামুনসহ উপজেলা, পৌর বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।