ভোলায় শফিউল বারী বাবুর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২৯ পিএম, ২৯ জুলাই,শুক্রবার,২০২২ | আপডেট: ০৮:৫৭ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মরহুম শফিউল বারী বাবুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে ভোলা জেলা সেচ্ছাসেবক দল।
আজ শুক্রবার আসর বাদ ভোলা হাটখোলা জামে মসজিদে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ জামিল হোসেন ওয়াদুদ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মাকসুদুর রহমান হিরন,আকতার হোসেন যুগ্ম সম্পাদক কামাল ভোলা সদর পৌর আহ্বায়ক, অজিউল্লাহ সুমন যুগ্ম আহ্বায়ক, সোহাগ হোসেন, আমজাদ হোসেন বাপ্পী, সদস্য আনোয়ার হোসেন হাওলাদার, ইব্রাহিম খলিল সহ- থানা সদস্য আলাউদ্দিন হাওলাদার, আবু তাহের কাহালী সহ- বিভিন্ন ইউনিয়ন নেতা কর্মীবৃন্দ দোয়া মোনাজাতে শফিউল বারী বাবুর রূহের মাগফেরাত কামনায় ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মোনাজাত করা হয়।