তারাকান্দায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু'র মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৮ পিএম, ২৯ জুলাই,শুক্রবার,২০২২ | আপডেট: ০৭:০৩ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি মরহুম শফিউল বারী বাবু'র ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করে তারাকান্দা উপজেলা সেচ্ছাসেবকদল।
আজ শুক্রবার বিকেলে তারাকান্দা উত্তর বাজারস্থ ঈদ মাঠ প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিল পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
তারাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছায়াদুল ইসলাম মন্ডল সভাপতিত্বে ও সদস্য সচিব আমির হাসান স্বপনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সাইফুল ইসলাম কামাল, তারাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য আব্দুস সালাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক ও রাকিব তালুকদার, তারাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কবির আহমেদ, আরিফুল হক জুয়েল, জহিরুল হক আল আমিন, শামীম আহমেদ, সদস্য সাইন উদ্দিন সাইনু, মোখছেদুল্লাহ সুমন, ফরিদুল ইসলাম, মামুন হোসেন মন্ডল ও ফুলপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাবিবুর রহমান হাবিব ও যুগ্ম আহবায়ক শাহরিয়ার ইমন।